আন্তর্জাতিক ডেস্ক : শান্তি চুক্তি চূড়ান্ত করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকের আগের রাতে রাজধানী কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত দু’জন নিহত হয়েছেন। সেইসঙ্গে শহরের প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ।
জ্বালানি কোম্পানি ডিটিইকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, হামলার ফলে কিয়েভ ও আশপাশের এলাকায় ১০ লাখেরও বেশি ঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, রাজধানীর প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় কোনো তাপ সরবরাহ নেই, যখন তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অবস্থান করছে।
কিউএনবি / মহন / ২৮ ডিসেম্বর ২০২৫,/ সকাল ১১:১১