শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্রে এ প্রার্থিতা নিশ্চিত করা হয়। পত্রে উল্লেখ করা হয়, গফরগাঁও-এটওয়ারিয়া নির্বাচনী এলাকা (ময়মনসিংহ-১০) থেকে মোহাম্মদ আখতারুজ্জামান-এর নির্বাচনী মনোনয়ন অনুমোদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
ভোটার নম্বর ৬১১২৬৫০…৮৮ উল্লেখ থাকা মনোনয়নপত্রটি চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে দলের পক্ষে নির্বাচনী প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন সংগঠনের সঙ্গে জড়িত থেকে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার কারণে আখতারুজ্জামান বাচ্চু প্রার্থী হিসেবে দলীয় আস্থা অর্জন করেছেন।
মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘গফরগাঁওবাসীর অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমি শেষ মুহূর্ত পর্যন্ত লড়ব। ধানের শীষের বিজয়ের জন্য সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানাচ্ছি। এ নিয়ে গফরগাঁওয়ে বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। শিগগিরই নির্বাচনী প্রচারণায় মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনগুলো।