বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও সেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ আসলাম, সাবেক মেয়র আব্দুস সবুর ও যুবলীগ নেতা মঞ্জুর হাবিব তুষারের বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে হেলমেড পরিহিত ২০/২৫টি মটরসাইকেল যোগে আসা একদল যুবক।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত আনুমানিক ৮ টা থেকে সোয়া ৮ টার মধ্যে ঘটেছে এ ঘটনা। আগুন লাগার সংবাদ পেয়ে প্রায় ৪০ মিনিট পর পুলিশের সহযোগীতায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বাড়ি ও সাবেক পৌর মেয়র আসলামের বাড়ি প্রায় সম্পূর্ণ ভস্মিভুত হয়ে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আরেক মেয়র আব্দুস সবুরের বাড়ীর আগুন স্থানীয়রা নিভিয়ে ফেলে। যুবলীগ নেতার বাড়ীতে ভাংচুর করা হয়েছে।
স্থানীয় কয়েকজন এলাকাবাসী জানিয়েছে, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ চৌধুরী শহীদ শরীফ ওসমান হাদীকে জঙ্গি আখ্যায়িত করে ফেসবুকে যে ভিডিও ভাইরাল হয়েছে তার পরিপেক্ষিতে এই ঘটনা ঘটনা ঘটতে পারে। আগুনের ঘটনার পর উপজেলার সাধারণ মানুষ আতংকিত হয়ে দোকানপাঠ বন্ধ করে দেয়। নাম প্রকাশে অ-ইচ্ছুক, অনেকেই বলছেন শান্তি প্রিয় বোচাগঞ্জ ভয়ের নগরীতে পরিনত হয়েছে। এই পরিবেশ থেকে আমরা বেড়িয়ে আসতে চাই।
শুক্রবার রাত থেকেই আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে, ঘটনাস্থল ঘিরে রেখেছিল বলে জানিয়েছেন, বোচাগঞ্জ থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান মিজান। তিনি আরো জানান, অগ্নি সংযোগকারী হেলমেড পরিহিতদের খুজে বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে। উক্ত ঘটনায় দু’টো বাড়ির আসবাবপত্র ও মালামাল পুড়ে গেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে পুলিশ। ক্যাপশনঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর জ্বালিয়ে দেয়া বাড়ী ।
কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৪৪