সভাপতি মো: সানোয়ার হোসেন ও মো: ঈসমাইল হাবীবকে সাধারণ সম্পাদক করে ১১৬ জন সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেন। থানা ছাত্রদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো: ঈসমাইল হাবীব বলেন, আমাকে সাধারণ সম্পাদক করায়, আমি প্রথমে ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দীন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সংগঠনকে সামনের দিকে বেগবান করতে তারা আমাকে যে দিক নির্দেশনা দিবেন, তা যেন সঠিকভাবে পালন করতে পারি এজন্য সকলে আমার জন্য দোয়া করবেন।
এবিষয়ে ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দীন বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী এবং গতিশীল করতে এই কমিটি গঠন করা হয়েছে। নতুন নেতৃত্বের ফলে আশুলিয়া থানায় ছাত্রদলের সাংগঠনিক বিস্তার, শিক্ষার্থীদের অধিকার আদায় এবং গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:০০