মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাকির হোসেন (৩৬) নামে এক ভ্যানচালককে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ধর্ষণের ঘটনা ঘটে। আটক সাকির হোসেন দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের জাফের আলীর ছেলে।
পুলিশ ও ধর্ষিতার পারিবার সূত্রে জানা গেছে, ধর্ষিতা উপজেলার ঝাউদিয়া এলাকার আয়েশা (রা.) নূরানী হাফেজীয়া মহিলা মাদ্রাসার আবাসিক ছাত্রী। শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে ওই ছাত্রী সাকির হোসেনের ভ্যানযোগে মাদ্রাসায় যাচ্ছিল। পথের মধ্যে তাকে একা পেয়ে ভ্যান থেকে নামিয়ে ঝাউদিয়া এলাকার কবরস্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে ভ্যানচালক সাকির। পরে ধর্ষণের এ ঘটনা কাউকে না বলার জন্য বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখিয়ে মাদ্রাসায় রেখে আসে ধর্ষক সাকির।
ঘটনার পর ভয়ে প্রথমে কাউকে কিছু না জানালেও মাদ্রাসা থেকে বাড়ি ফিরে পরিবারের লোকজনের কাছে ধর্ষণের ঘটনা জানায় ওই ছাত্রী। ঘটনা জানার শনিবার রাতেই ধর্ষিতার বাবা বাদী হয়ে দৌলতপুর থানায় ধর্ষণ অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর পুলিশ রবিবার দুপুরে অভিযুক্ত ভ্যানচালক সাকির হোসেনকে আটক করে থানা হেফাজতে নেয়।
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের অভিযোগে একজন ভ্যানচালককে আটক করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:১৯