ডেস্ক নিউজ : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলোজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের আয়োজনে ‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ‘হিউম্যান রাইটস, আওয়ার এভ্রিডে এসেনসিয়ালস’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘দ্যা স্টেট অব হিউম্যান রাইটস অ্যান্ড সোশাল জাস্টিজ ইন কনটেমপোরারি বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে একাডেমিক ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।
সেমিনারের সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আশরাফুল আলম। সেমিনারে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
কিউএনব/অনিমা/১৩ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:০৭