ডেস্ক নিউজ : আহত করার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে জাকসু নেতাদের নেতৃত্বে বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রশাসনিক ভবন এলাকাসহ উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেওয়া হয়।
শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে সতর্ক করে বলেন, জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মদদদাতা শিক্ষকদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রশাসনিক ভবন বন্ধ থাকবে। পরে তারা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। রাত সাড়ে ৭টা পর্যন্ত ভবনে তালা ঝুলিয়ে অবস্থান নিতে দেখা যায় আন্দোলনকারীদের। এসময় শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।
জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনী মোবারক বলেন, জুলাই আন্দোলনের অগ্রদূত হাদির ওপর বর্বর হামলা হয়েছে। কাল আমাদের ওপরও হামলা হতে পারে। আমরা নিরাপত্তাহীনতায় আছি। নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাম্পাসে ব্যানার লাগায়- তাদের আইনগত ব্যবস্থা নেওয়া হয় না। হাদির ওপর হামলার বিচার চাই। মদদদাতা শিক্ষকদের বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক ভবন তালাবদ্ধ থাকবে।
এর আগে, শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মুরাদ চত্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল করে শাখা ছাত্রদল। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবির পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।
কিউএনবি/অনিমা/১২ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:২১