ক্রীড়া ডেস্ক : রোহিত শর্মা ইতিহাস গড়লেন শনিবার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভিসাখাপত্তনমে তৃতীয় ওয়ানডেতে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে (তিন ফরম্যাট মিলিয়ে) ২০,০০০ রানের মাইলফলক স্পর্শ করেন সবচেয়ে কম ইনিংসে। ২০০৭ সালে টি-টোয়েন্টি ও ওয়ানডে অভিষেক এবং ২০১৩ সালে টেস্ট অভিষেকের পর রোহিত মাত্র ৫৩৮ ইনিংসে এই রানে পৌঁছান। ২০ হাজারের ক্লাবে রোহিত ভারতের চতুর্থ ব্যাটার। তালিকার শীর্ষে আছেন শচীন টেন্ডুলকার, ৭৮২ ইনিংসে তার সংগ্রহ ৩৪,৩৫৭ রান। দ্বিতীয় স্থানে বিরাট কোহলি, ৬২২ ইনিংসে ২৭,৯১০ রান। তৃতীয় অবস্থানে ‘দ্য ওয়াল’ খ্যাত রাহুল দ্রাবিড়, ৫৯৯ ইনিংসে ২৪,০৬৪ রান। রোহিত এখন এই অভিজাত তালিকার নতুন সদস্য।
| খেলোয়াড় |
ইনিংস |
রান |
গড় |
সেঞ্চুরি |
হাফ–সেঞ্চুরি |
| শচীন টেন্ডুলকার |
৭৮২ |
৩৪,৩৫৭ |
৪৮.৫২ |
১০০ |
১৬৪ |
| বিরাট কোহলি |
৬২২ |
২৭,৯১০ |
৫২.৪৬ |
৮৪ |
১৪৪ |
| রাহুল দ্রাবিড় |
৬০৫ |
২৪,২০৮ |
৪৫.৪১ |
৪৮ |
১৪৬ |
| রোহিত শর্মা |
৫৩৮ |
২০,০48 |
৪২.৪০ |
৫০ |
১১০ |
শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোহিত খেলেন তার ক্যারিয়ারের ৬১তম ওয়ানডে হাফ-সেঞ্চুরি। ৫৪ বলে পঞ্চাশে পৌঁছানো এই ইনিংসে ছিল ৬টি চার ও একটি ছক্কা। সিরিজের প্রথম ম্যাচে করেছিলেন ৫৭, দ্বিতীয় ম্যাচে আউট হন মাত্র ১৪ রানে। টি–টোয়েন্টি থেকে ২০২৪ সালে এবং টেস্ট থেকে ২০২৫ সালের মে-তে অবসর নেওয়ার পর রোহিত এখন শুধু ওয়ানডে ফরম্যাটে সক্রিয়। ভারতের পরবর্তী ওয়ানডে সিরিজ নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হবে ১১ জানুয়ারি থেকে, সেখানে আবারও তাকে দেখা যাবে তাকে।