আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। বুধবার বিকালে আশুলিয়ার জামগড়া বটতলা রূপায়ন মাঠে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
প্রধান অতিথি ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: আসাদুজ্জামান খান মোহনের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনটির যুগ্ম-আহবায়ক মো: নাজমুল হোসেন মোল্লা।
বিশেষ অতিথি ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আব্দুল হালিম মন্ডলের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনায় থানা স্বেচ্ছাসেবক দল নেতা মো: ফারুক হাসান ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন থানা স্বেচ্ছাসেবক দল নেতা নূর আলম ফরাজি।
স্বেচ্ছাসেবক দল নেতা ইঞ্জিনিয়ার মো: মাজহারুল ইসলাম মুন্সী, মো: আজহারুল ইসলাম মোল্লা এবং থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা সহ আরও অনেকে এসময়ে উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/০৩ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:২৮