খাগড়াছড়িতে ১০ গ্রেড বাস্তবায়নের দাবীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি পালন।
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
Update Time :
বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
২৯
Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “দশম গ্রেড আমাদের দাবী নয়” আমাদের অধিকার ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে অর্ধদিবস কর্মবিরতি পালন করছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বুধবার(৩ ডিসেম্বর) সকাল ৮ থেকে দুপুর ১২ পর্যন্ত খাগড়াছড়ি সদর, মাটিরাঙ্গা, পানছড়ি, দীঘিনালা, রামগড়, ,মানিকছড়ি, লক্ষীছড়ি, মহালছড়ি সহ প্রতিটি উপজেলা হাসপাতালে এই অর্ধদিবস কর্মবিরতি চলছে।
বিএমটির খাগড়াছড়ি জেলা সভাপতি মোঃআলমগীর হোসেন জানান,অর্ধবধি আমাদের ন্যার্য অধিকার সরকার বাস্তবায়ন না করায় আজ সকাল ৮টা থেকে ১২ টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালিত হচ্ছে । সরকার যদি আমাদের দাবী মেনে না নেয়।তাহলে পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী বিহত্তর কর্মসূচী দিতে আমরা বাধ্য হবো।
বিএমটির কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং খাগড়াছড়ি জেলার সাধারন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম মোহন বলেন, আজকে আধাবেলা কর্মবিরতি,আগামীকাল কমপ্লিট শাটডাউন কর্মসূচী পালন করা হবে।এর পরও যদি আমাদের ন্যায অধিকার বাস্তবায়ন করা না হয়। তাহলে কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী নতুন কর্মসূচী দেয়া হবে।