ডেস্ক নিউজ : গোপালগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে তরুণ, নারী উদ্যোক্তা ও অংশীজনের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সভাকক্ষে উপজেলা প্রাণিসম্পদ দফতর দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় নারী উদ্যোক্তা সাথী বেগম, লিপি খানমসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
এতে তরুণ, নারী উদ্যোক্তাসহ ৩৫ জন অংশীজন অংশ নেন।
কিউএনবি/অনিমা/০৩ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:৫৭