আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় ভাদাইল প্রাইমারী ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে আশুলিয়ার ইসরাফিল কমপ্লেক্স মসজিদ মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় ইসলামী সংগীত পরিবেশন করেন কলরব, আন নাশিদ ও মানজিল শিল্পী গোষ্ঠীর শিল্পীরা।
সংগঠনটির সভাপতি মো. ইসরাফিল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্যবৃন্দ সহ আরও অনেকে। সবশেষে ১ম, ২য় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৫,/রাত ১১:১২