এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের জিআই পণ্য খেজুর গুড় উৎপাদনকারী গাছিদের নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যশোর কার্যালয়ের আয়োজনে ও চৌগাছা উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার (২৭নভেম্বর) বেলা ১১টা থেকে দিনব্যাপী এই কর্মশালা চৌগাছা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার। প্রধান অতিথির বক্তৃতা করেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইরুফা সুলতানা। বিশেষ অতিথির বক্তৃতা করেন চৌগাছা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) প্রকৌশলী তাসমিন জাহান। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন ও যশোর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান। অন্যান্যের মধ্যে আব্দুর রহমান গাজী, উদ্যোক্তা আতাউর রহমান প্রমুখ।
এ সময় সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি, ধুলিয়ানি ইউপি চেয়ারম্যান এসএম মোমিনুর রহমান, উপজেলা ও পৌর স্যানিটারি ইন্সপেক্টর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ কর্মশালায় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ৫০জন গাছি অংশগ্রহণ করেন।
কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৫,/রাত ১০:৫২