এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে চৌগাছা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে অফিস চত্বরে সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার আনোয়ারুল করিম। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার।
উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসার সুদাম নন্দির পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারি সাবেক প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ বিশ্বাস, পৌর জামায়াতের সেক্রেটারি ডাঃ জিল¬ুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুচ আলী দফাদার, পৌর বিএনপির সেক্রেটারি আব্দুল হালিম চঞ্চল ও উপজেলা কৃষি অফিসার মুসাব্বির হোসেন প্রমুখ।
এ প্রদর্শনী মেলায় খামারী, গো-খাদ্য উৎপাদন কারী প্রতিষ্ঠান ও উদ্যোক্তাসহ মোট ৩৫টি স্টোল বসে।আলোচনা শেষে অতিথিরা স্টোল পরিদর্শ করেন। পরিদর্শ শেষে ১৮ জনকে পুস্কার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক ও সুধীমন্ডলী।
কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২৫,/বিকাল ৫:১৮