আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : যারা মাদক কারবারীদেরকে নিয়ে রাজনীতি করছে, নির্বাচনের পরে তাদের বিএনপিতে কোন ঠাঁই হবে না বলে হুশিয়ারী দিয়েছেন ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সোমবার সন্ধ্যায় আশুলিয়ার পল্লীবিদ্যাুৎ ডেন্ডাবর এলাকার ঈদগাহ মাঠে থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি তার বক্তব্যে এই হুশিয়ারী দেন।
এসময় তিনি বলেন, নেত্রী দুর্দিনে দেশ ছেড়ে পালাইনি, লন্ডনে তাঁর যাওয়ার সুযোগ ছিলো, কিন্তুু তিনি যাননি। দেশের মানুষের কথা চিন্তা করেই তিনি দেশের মানুষের পাশে থেকে আন্দোলন সংগ্রাম করে কারাবরণও করেছেন। এই জন্যই তাঁর প্রতি জনগণের আস্থা ও ভালোবাসা রয়েছে। তাই জনগণ এই আস্থার জায়গা থেকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নেত্রীকে আরও একবার দেশ পরিচালনার সুযোগ করে দিবেন।
থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট জিল্লুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন, যুগ্ম-আহবায়ক বদরুল আলম সুমন, কৃষক দলের সদস্য সচিব আবুল হোসাইন মুন্সী, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য জাকির হোসেন পাঠান, কামরুল হাসান, ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল হোসেন ও ইয়ারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী তুহিন মন্ডল সহ অন্যান্য নেতাকর্মীরা।
কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৪৪