শার্শা(যশোর)সংবাদদাতা : যশোর ১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি বলেছেন স্বাধীনতার ঘোষক প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ১৯৭৬ সালে শার্শার উলাশীতে সেচ্ছাশ্রমের ভিত্তিতে খাল খননের মধ্যে দিয়ে দেশে কৃষি বিপ্লব ঘটিয়ে ছিলেন। তিনি বলেন উলাশী ইউনিয়নের মাটি বিএনপি’র ঘাটি। তাই উলাশীতে ধানের শীষের জয়ের মধ্যে দিয়ে আমাদেরকে বিজয়ী হতে হবে। তিনি বলেন নির্বাচিত হলে বেনাপোল স্থল বন্দরকে আধুনিক বন্দর হিসেবে গড়ে তুলবো। শার্শার সকল শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের জন্য মেধা ভিত্তিক চাকুরীরর ব্যবস্থা করবো। অবহেলিত শার্শার উন্নয়নে সকল প্রকার উন্নয়ন মুলক সামাজিক অবকাঠামো, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট নির্মানে কাজ করবো। শুক্রুবার বিকালে শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন বিএনপি উদ্যেগে আয়োজিত এক উঠান বৈঠক ও নির্বাচনী কর্মি সভায় প্রধান অতিথির বক্তব্যদেন মফিকুল হাসান তৃপ্তি।
এ সময় তিনি সাধারন ভোটার দের মাঝে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরন করেন। শুক্রুবার বিকালে উলাশী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠক ও নির্বাচনি কর্মি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএনপি’র সহ সভাপতি আলহাজ্ব আমিনুর রহমান নেদা। উঠান বৈঠক ও নির্বাচনী এ কর্মি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন যশোর ১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি ।
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন বেনাপোল পৌর বিএনপি’র সহ সভাপতি মোঃ শাহাবউদ্দিন, যুগ্ম সম্পাদক আলহাজ্ব মেহেরুল্লাহ, ইছাহক মিয়া, শার্শা উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক তাজউদ্দিন, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মনি, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিপ্লব হোসেন প্রমুখ। নির্বাচনি এ সভায় উলাশী ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মি বৃন্দ উপস্থিত ছিলেন। প্রেরকঃ- মনিরুল ইসলাম মনি, শার্শা সংবাদদাতা।
কিউএনবি/অনিমা/২১ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:২২