এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় শহিদ ভূঁইয়া (৪৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন চৌগাছা থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার হাকিমপুর ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শহিদ ভূঁইয়া চন্দ্রপাড়া গ্রামের আব্দুল হক ভূঁইয়ার ছেলে। তার স্বজনরামরাদেহটি শনাক্ত কছেন । তিনি পেশায় একজন ক্ষুদ্র ব্যবাসয়ী ছিলেন।
ঘটনারদিন বিকেলে পথচারীরা আমবাগানে একটি গাছের ডালে মৃত দেহ ঝুলে থাকতে দেখে প্রথমে স্থানীয়দের খবর দেয়। পরে চৌগাছা থানা পুলিশের খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করেন। মৃত শহিদের স্বজনরা জানান, শহিদ ভূঁইয়া দীর্ঘদিন লিভারজনিত রোগী ভুগছিলেন।
ছেলে বিদেশ পাঠাতে গিয়ে অনেক ধারদেনায় জড়িয়ে পড়েন তিনি। এসব নিয়ে পারিবারিক অশান্তির কারণে তিনি মানসিকভাবে ব্যাপক অশান্তিতে ছিলেন। এসব কারণেই তিনি আত্মহত্যা করতে পারেন বলে স্থানীয় লোকজনজানান। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৫,/রাত ১০:২৪