ক্রীড়া ডেস্ক: সিলেট টেস্টে ৮ উইকেটে ২৭০ রান তুলে প্রথম দিন শেষ করেছিল আয়ারল্যান্ড। আজ বুধবার সিলেট টেস্টের দ্বিতীয় দিন কেবল ১৪ বল টিকেছে আয়ারল্যান্ডের ইনিংস। এসময় স্কোরবোর্ডে মাত্র ১৬ রান যোগ করে ২৮৬ রানে অল আউট হয়েছে সফরকারীরা।
দিনের দ্বিতীয় ওভারে ম্যাথু হামপ্রেইসকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে বিদায় করেন তাইজুল ইসলাম।তারপরের ওভারে ব্যারি ম্যাকার্থীকে বোল্ড করেন হাসান মাহমুদ। ৬৪ বলে ৩১ রান করে হাসানের লেংথ ডেলিভারিতে ফিরে যান ম্যাকার্থী। এদিকে চার বল খেলে একটি ছক্কা হাঁকিয়ে অপরাজিত থাকেন ক্রেইগ ইয়াং।


























