নিউজ ডেক্স : হিমালয়কন্যা পঞ্চগড়ে হেমন্তেই জেঁকে বসেছে শীত। প্রতিদিনই কমছে তাপমাত্রা। দিনের সূর্যের কড়া তাপ থাকলেও সন্ধ্যা নামলেই কমে তাপমাত্রা। সেই সঙ্গে রাতে ঝরে কুয়াশা।হালকা থেকে মাঝারি কুয়াশা থাকে সকাল পর্যন্ত।গত এক সপ্তাহের ব্যবধানে এই জেলায় তাপমাত্রা কমেছে অন্তত ৭ ডিগ্রি সেলসিয়াস।
আজ বুধবার সকাল ৯টায় পঞ্চগড়ের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১২.৬ ডিগ্রি সেলসিয়াসে। এর আগে সকাল ৬টায় রেকর্ড করা হয় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।গতকাল মঙ্গলবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এর আগের দিন ১৬ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস।গত কয়েকদিন তাপমাত্রা কমে শীত বেশি অনুভূত হওয়ায় কাবু এ জনপদের মানুষ। তবে দুর্ভোগের শীত শুরু হতে এখনো বাকি বলে জানান স্থানীয়রা।

























