আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে আদালতের বাইরে সংঘটিত ভয়াবহ আত্মঘাতী হামলার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, এ হামলার সঙ্গে ভারতের চরমপন্থি গোষ্ঠীগুলো জড়িত।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক প্রতিক্রিয়ায় বলেন, কাবুলের শাসকরা চাইলে পাকিস্তানে সন্ত্রাস বন্ধ করতে পারে। কিন্তু ইসলামাবাদে এ হামলা আসলে কাবুলের একটি বার্তা, যার জবাব পাকিস্তান দিতে জানে। নিজ দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে শাহবাজ শরিফ আরও বলেন, ভারতকে অবশ্যই এই অঞ্চলে প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে সন্ত্রাস ছড়ানো বন্ধ করতে হবে।
পাকিস্তান শান্তি চায়, কিন্তু নিজের নাগরিকদের রক্ষায় কোনো আপস করবে না। তিনি আরও জানান, হামলার ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং যারা দায়ী, তাদের বিচারের মুখোমুখি করা হবে। ভারত এখনো পাকিস্তানের এ অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করেনি।
কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৫০