আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে কৃতি সন্তানদের সাথে সাধারণ শিক্ষার্থীদের সেতুবন্ধন তৈরীর লক্ষ্যে তরুণদের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে “তারুণ্যের চোখে ডোমার” নামে এক ব্যতিক্রমী অনুষ্ঠান। এ উপলক্ষে আগামী শনিবার (৮ই নভেম্বর) ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হবে। উক্ত অনুষ্ঠানটি সফল করতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
রবিবার (৩ নভেম্বর) সকাল ১১টায় ডোমার ডাকবাংলো মাঠে সংবাদ সম্মেলনের আয়োজন করেন অনুভব ফাউন্ডেশন। স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের সহযোগিতায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উক্ত ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক সিহাব প্রধান এবং নির্বাহী পরিচালক রেদোয়ানুল আমিন রিফাত। এ সময় উপ-নির্বাহী পরিচালক সাগর ইসলাম, সদস্য নওশিন প্রাপ্তি, শিক্ষার্থী মোসাব্বের হোসেন সালাফী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সিহাব প্রধান বলেন, ডোমারের সাধারণ শিক্ষার্থীদের সাথে এলাকার কৃতি সন্তান যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষকসহ বিভিন্ন গুণিব্যক্তিগণকে মুখোমুখি করে তাদের অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে তরুণদের অনুপ্রেরণা জোগানোই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। একই সঙ্গে এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন বিষয়ে আলোচনা করা হবে। তিনি আরও জানান, আগামী শনিবার ৮ই নভেম্বর ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে শুধুমাত্র পূর্বনির্ধারিত রেজিস্ট্রেশন সম্পন্ন শিক্ষার্থীরাই অংশ নিতে পারবেন। সংবাদ সম্মেলন অনুষ্ঠানে এলাকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৫,/রাত ১০:৩০