স্পোর্টস ডেস্ক : রোববার (২ নভেম্বর) ডিওয়াই পাতিল স্টেডিয়ামে নারীদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক ভারত।
টস হেরে ব্যাট করতে নেমে ভারত শেফালী ভার্মার ৭৮ বলে ৮৭ ও দীপ্তি শর্মার ৫৮ বলে ৫৮ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৮ রান তুলেছে।
বৃষ্টির কারণে ফাইনালের টসে বিলম্বে হয়েছে। খেলাও শুরু হয়েছে দেরিতে। টস হেরে ব্যাট করতে নামা ভারতকে ঘরের মাঠে দারুণ শুরু এনে দেয় স্মৃতি মান্ধানা-শেফালি ভার্মার ওপেনিং জুটি। ১৭.৪ ওভারে প্রথম উইকেট হারানোর আগেই ১০৪ রান স্কোরবোর্ডে জমা করে ভারত।
৫৮ বলে ৮ চারে ৪৫ রান করা স্মৃতিকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ত্রিয়ন। স্মৃতির বিদায়ে ক্রিজে আসেন সেমিফাইনালে ভারতের জয়ের নায়ক জেমিমা রদ্রিগেজ। শেফালির সঙ্গে ৬২ রানের জুটি গড়েন তিনি। দলীয় ১৬৬ রানে বিদায় নেন সেঞ্চুরির পথে থাকা শেফালি। ৭৮ বলে ৭ চার ও ২ ছক্কায় ৮৭ রান করে খাকার বলে লুসের হাতে ধরা পড়েন তিনি। এটিই শেফালির সর্বোচ্চ ইনিংস।
আগের ম্যাচে অপরাজিত ১২৭ রানের ইনিংস খেলা রদ্রিগেজ এদিন আর বড় ইনিংস খেলতে পারেননি। সেট হয়েও আউট হয়ে গেছেন ৩৭ বলে ২৪ রানের ইনিংস খেলেই। খাকার বলে উলভার্টের হাতে ক্যাচ দেন তিনি। অধিনায়ক হারমানপ্রীতও ইনিংস বড় করতে পারেননি। ২৯ বলে ২০ রান করে এমলাবার বলে বোল্ড হয়ে যান তিনি। ডি ক্লার্কের বলে তার হাতেই ক্যাচ দেয়ার আগে আমানজীত করেন ১২ বলে ১৪।
পাঁচে নামা দীপ্তি অবশ্য আত্মবিশ্বাসী ছিলেন। সাতে নামা রিচা ঘোষ নেমেই ঝড় তোলেন। দীপ্তি-রিচার দারুণ জুটি ভারতকে তিনশ’র বেশি রানের আশা দেখাচ্ছিল। কিন্তু ৪৯তম ওভারের শেষ বলে আউট হন রিচা। দলের স্কোর তখন ২৯২। ২৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৪ রান করেন রিচা।
অর্ধশতক হাঁকানো দীপ্তি ইনিংসের একদম শেষ বলে রানআউট হন। ৫৮ বলে ৩ চার ও ১ ছক্কায় ৫৮ রান করেন তিনি। ৩ রানে অপরাজিত থাকেন রাধা যাদব। প্রোটিয়াদের পক্ষে খাকা ৩টি, এমলাবা, ডি ক্লার্ক এবং ত্রিয়ন ১টি করে উইকেট শিকার করেন।
কিউএনবি/খোরশেদ/০২ নভেম্বর ২০২৫,/রাত ১১:০৪