আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষেই হোক, এই স্লোগানকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়ায় আলোচনা সভা ও লিফলেট বিতরণ করেছেন শ্রমিক দলের নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকালে আশুলিয়ার বেরন ছয়তলা এলাকায় ঢাকা-১৯ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবুর নির্দেশনায় ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের আয়োজনে এই আলোচনা সভা দোয়া ও লিফলেট বিতরণ করা হয়।
এসময় ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো.রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা শ্রমিক দলের সভাপতি হাজী দীন ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি হাজী জাহিদুল ও ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষাণ। লিফলেট বিতরণ কর্মসূচিতে ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো.রবিউল ইসলাম বলেন, “জনগণের কল্যাণে প্রণীত বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ উন্নয়ন, ন্যায় ও সমতার পথে এগিয়ে যাবে।”
এই দাবিগুলো জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অংশ, যা জনসমর্থন পেলে দেশব্যাপী আরও ব্যাপক আকারে বাস্তবায়নের জন্য প্রচেষ্টা অব্যাহত থাকবে। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেয়া দরকার। তাই সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি। এছাড়াও উপস্থিত ছিলেন, শ্রমিকদল নেতা লিটন গাজী, সুরুজ, আনছার, নজরুল ইসলাম, জুয়েল খান, রফিক,সাত্তার ভূইয়া ও সামাদ ভূইয়া সহ আরও অনেকে।
কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:১৫