স্পোর্টস ডেস্ক : ১৭ নভেম্বর কোচিতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। তবে আপাতত লিওনেল মেসিদের সেই সফর স্থগিত করা হয়েছে। ম্যাচটির স্পন্সর প্রতিষ্ঠান ‘রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি’-এর ম্যানেজিং ডিরেক্টর আন্তো অগাস্টিন সোশ্যাল মিডিয়ায় এর ব্যাখ্যা দিয়ে বলেন, আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা) থেকে অনুমতি পেতে বিলম্ব হওয়ায় ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি লেখেন, ‘ফিফার অনুমতি পেতে বিলম্বের কথা মাথায় রেখে, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে আলোচনার পর ম্যাচটি নভেম্বর উইন্ডো থেকে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তিনি আশ্বাস দেন, নতুন তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। তবে এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছে খোদ এএফএ। স্প্যানিশ মিডিয়া আউটলেট ‘লা নাসিওন’কে এএফএ-এর একজন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কেরালায় যাচ্ছে না।
আনুষ্ঠানিক এক বিজ্ঞপ্তিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, ‘লিওনেল স্ক্যালোনির নেতৃত্বে নভেম্বরে প্রশিক্ষণের জন্য স্পেন ভ্রমণ করবে আর্জেন্টিনা জাতীয় দল। এরপর ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে তাদের একমাত্র প্রীতি ম্যাচ খেলতে লুয়ান্ডায় যাবে আলবিসেলেস্তেরা। এএফএ আরও যোগ করেছে, তারা ২০২৫ সালের নভেম্বরে ভারত সফরের পরিকল্পনা করছে না।
এএফএ-এর ভাষ্যমতে, ম্যাচ আয়োজনের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণে কেরালা ব্যর্থ হয়েছে এবং সেখানে ‘বারবার চুক্তি লঙ্ঘন’ করা হয়েছে। ওই কর্মকর্তা বলেন, ‘আমরা নভেম্বরে এটি (ম্যাচ) ঘটানোর জন্য সম্ভাব্য সবকিছু করেছিলাম। এমনকি একটি প্রতিনিধি দল মাঠ, হোটেল দেখতে ভারতে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত, ভারত প্রয়োজনীয়তা পূরণ করতে পারেনি। দুর্ভাগ্যবশত, ভারতের পক্ষ থেকে বারবার লঙ্ঘন হয়েছে, এবং আমরা যা করতে যাচ্ছি তা হলো একটি নতুন তারিখ খুঁজে বের করার জন্য চুক্তিটি পুনর্গঠন করা।’
কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২৫,/রাত ৯:৪০