স্পোর্টস ডেস্ক : ব্যাটে-বলে চমৎকার পারফরম্যান্সে ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ৮৭ ধাপ এগিয়েছেন তিনি। রেকর্ড গড়া বোলিংয়ে ৬৫ ধাপ এগোলেন রিশাদ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রেকর্ড গড়েন রিশাদ হোসেন। মাত্র ৩৫ রানে ৬ উইকেট শিকার করে বোলারদের র্যাংকিংয়ে ৬৫ ধাপ এগিয়েছেন এই লেগ স্পিনার।
আজ বুধবার ঘোষিত পুরুষ ক্রিকেটারদের র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে ওয়ানডে অলরাউন্ডারদের মধ্যে ৮৭ ধাপ এগিয়েছেন রিশাদ। ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে যৌথভাবে ৬৫তম স্থানে আছেন তিনি। অলরাউন্ডারদের মধ্যে রিশাদের অবস্থান ৩৭তম। বোলার ও অলরাউন্ডার দুই তালিকায়ই বাংলাদেশের সবার ওপরে মেহেদী হাসান মিরাজ। বোলারদের মধ্যে ৬ ধাপ এগিয়ে ১৮ নম্বরে তিনি। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে আছেন চতুর্থ স্থানে।
ওয়ানডে বোলারদের মধ্যে আগের মতোই সবার ওপরে আফগানিস্তানের রাশিদ খান। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভালো করে ৬ ধাপ এগিয়ে ঠিক ১০ নম্বরে অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড। তার সতীর্থ মিচেল স্টার্কের উন্নতি ৪ ধাপ, আছেন ২১তম স্থানে। আর অলরাউন্ডারদের তালিকায় যথারীতি শীর্ষে আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই। ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে চূড়ায় ভারতের শুবমান গিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫১ ও দ্বিতীয়টিতে ১২ রান করে ব্যাটসম্যানদের তালিকায় ৭ ধাপ এগিয়েছেন তাওহিদ হৃদয়। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে তিনি, আছেন ৩৫ নম্বরে।
টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে যথারীতি চূড়ায় ইংল্যান্ডের জো রুট। বোলারদের মধ্যে সবার ওপরে জসপ্রিত বুমরাহ। ৪ ধাপ এগিয়ে ভারতীয় অভিজ্ঞ পেসারের কাছে পৌঁছে গেছেন পাকিস্তানের নোমান আলি। বুমরাহর রেটিং পয়েন্ট ৮৮২ আর নোমান আলির রেটিং পয়েন্ট ৮৫৩। টেস্ট অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষেই আছেন ভারতের রবিন্দ্র জাদেজা।
কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:০০