আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ব্র্যাকের শুরু লগ্ন থেকে চলমান বিভিন্ন সামাজিক কার্যক্রমের ধারাবাহিকতা অনুযায়ী আশুলিয়ায় ফ্রী-চিকিৎসা-সেবা দেওয়া হয়েছে।
শুক্রবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত সাভার অঞ্চল আশুলিয়ার জিরাবো শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় কয়েক’শ অসহায়-হতদরিদ্র ও পোশাক শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার নারী রোগীদের মাঝে ফ্রী চশমা এবং ওষুধ বিতরণ করা হয়। তাদের এই কার্যক্রমকে সাধুবাদ জানান সাধারণ রোগীরা।
এই কার্যক্রমে উপস্থিত ছিলেন, ব্র্যাক আঞ্চলিক সাভার অঞ্চলের ব্যবস্থাপক (দাবি) সুশান্ত সরকার, ডেপুটি ম্যানেজার (বিডিইউ) মো: শামছুর রহমান, এলাকা ব্যবস্থাপক (দাবি) মো: সৈয়দ আলী, শাখা ব্যবস্থাপক (দাবি) মো: আজম হোসেন এবং সকল সিডিও (দাবি) সহ আরও অনেকে।
কিউএনবি/অনিমা/১০ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:৪২