খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : ভেদরগঞ্জের ডিএম খালীর কাশিমপুরে সড়কের পাশ দিয়ে প্রবাহমান খাল দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন অনুসন্ধান শুরু করে। প্রভাবশালী ফয়সাল সরদার ও সাহিন সরদার ওই জবর দখলের সাথে জড়িত ছিল। তারা দুজনই জাতীয়তাবাদের আদর্শে রাজনীতির সাথে জড়িত। ফয়সাল সরদার সখিপুর থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শাহিন সরদার স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন। ৮ অক্টোবর মঙ্গলবার ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অবৈধ দখল উচ্ছেদ করে সরকারী জমি দখলমুক্ত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দূর্গা পূজার দীর্ঘ ছুটিতে সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণ করে তারা। পরে ঘরের ভেতরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানার ঝুলিয়ে দেয়। ঐদিন বিকেলই আবার জাতীয়তাবাদী শ্রমিক দলের সাইনবোর্ড সাটিয়ে দেয়া হয় ঘরের সামনের অংশে।
এ বিষয়ে দখলদার সাহিন সরদার বলেন, তিনি ঘরটি নির্মাণ করিনি। ঘরটি ফয়সাল সরদারের কাছে থেকে ভাড়া নিয়েছিলেন তিনি। তবে দোকান ঘর ভাড়া গ্রহনের কোন চুক্তিপত্র তার কাছে ছিল না।
ঘরের সাথে জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানার থাকায় কথা হয় সখিপুর থানা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর মোল্লার সাথে। তিনি প্রতিবেদককে বলেন, শ্রমিক দল এমন কোন নতুন অফিস তৈরী বা ভাড়ায় গ্রহণ করেনি। যদি কেউ সংগঠনের না ভাঙ্গিয়ে এমন কাজ করে থাকে তা নিজ দায়িত্বে করেছে। সংগঠন এই বিষয়ে কোন সহযোগিতা করেনি বা দায়দায়িত্বও নিবে না।
ডিএম খালী ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা গেছে, দখল হওয়া জমি বিআরএস জরিপের পূর্বে থেকেই খাল হিসেবে ছিল। রেকর্ডেও খাল হিসেবেই রয়েছে। দখলদাররা সরকারি প্রবাহমান খালের জমি দখল করেছিল।
এই বিষয়ে ভেদরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কে এম রাফসান রাব্বি বলেন, সরকারি জমিতে ঘর নির্মাণের কোনো সুযোগ নেই। আমি সেখানে গিয়ে দখলদারের স্থাপনা উচ্ছেদ করে সরকারের জমি দখলমুক্ত করেছি।
কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:০০