স্পোর্টস ডেস্ক : গতকাল বার্নলের বিপক্ষে সিটির ১-০ গোলের কষ্টার্জিত জয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান রদ্রি। ২১ মিনিটের বেশি খেলতে পারেননি তিনি, চোট পাওয়ার পর কিছুক্ষণ মাঠে বসেও ছিলেন। অস্বস্তি ভুগে পরের মিনিটেই মাঠ ছাড়েন, পেপ গার্দিওলা তার বদলি হিসেবে নামান নিকো গঞ্জালেসকে। ম্যাচ শেষে বিষয়টি নিয়ে স্কাই স্পোর্টসের সঙ্গে কথা বলেছেন রদ্রি। তিনি বলেন, ‘আমার হ্যামস্ট্রিংয়ে অল্প (ব্যথা) লাগছিল। যদিও সেটা বিশাল কিছু মনে হয়নি। হালকা টান লেগেছিল, ইউরোর ফাইনালের মতো। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা বড় কিছু নয়।’
গত মৌসুমে লিভারপুলের কাছে শিরোপা হারানো সিটির এই মৌসুমেও অবস্থা ভালো যাচ্ছে না। ৭ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সাতে অবস্থান তাদের। পরের ম্যাচে ১৮ অক্টোবর এভারটনের মুখোমুখি হবে তারা। ২১ অক্টোবর চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ ভিয়ারিয়ালের বিপক্ষে। তার আগে রদ্রির চোট গার্দিওলার কপালে চিন্তার ভাঁজ ফেলার মতোই। যদিও সিটি কোচ আশা করছেন, সুস্থ হতে রদ্রি ২–৩ সপ্তাহের বেশি সময় নেবেন না। স্প্যানিশ কোচ বলেন, ‘এটা (চোট) পেশিতে। তাই ২ বা ৩ সপ্তাহ (লাগবে)। নিশ্চিতভাবেই আমি তাকে একটু হারাতে চাই না। সে খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমরা তার যত্ন নেয়ার চেষ্টা করেছি। কিন্তু বিষয়টা এমনই।’
রদ্রির জাতীয় দল স্পেন ঘরের মাঠে এই মাসে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে। ১১ অক্টোবর প্রথম ম্যাচে প্রতিপক্ষ জর্জিয়া, ১৪ অক্টোবর বুলগেরিয়া। এই দুই ম্যাচের জন্য লা ফুয়েন্তের দলে রদ্রি ডাক পেয়েছিলেন। কিন্তু চোট পাওয়ায় নিশ্চিতভাবেই তার খেলা হচ্ছে না। চোটে স্পেন হারিয়েছে আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় লামিন ইয়ামালকেও। বার্সা তারকা পিএসজির মুখোমুখি হয়ে কুঁচকিতে চোট পান। চোট নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর বার্সা ফল প্রকাশ করলে স্পেন তাকে স্কোয়াড থেকে ছেড়ে দেয়।
কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:৪৪