ডেস্ক নিউজ : যুক্তরাজ্যের লন্ডনসহ ৪টি অঙ্গরাজ্যে সাড়ম্বরে শুরু হয়েছে দেবী দুর্গার ষষ্ঠী বিহিত পূজার্চনা।
লন্ডন সময় শনিবার রাতে দেবীর ষষ্ঠী বিহীত পূজা করা হয়।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যুক্তরাজ্যে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
যুক্তরাজ্য জুড়ে শতাধিক মণ্ডপে আয়োজন করা হয়েছে এ পূজাচনার। পূজার পাশাপাশি বিভিন্ন মণ্ডপে আয়োজন করা হয়েছে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।
আগামী পহেলা অক্টাবর দেবীর দশমী বিহিত পূজার মধ্য দিয়ে সমাপ্ত হবে শারদীয় দুর্গা উৎসব।
দেবী দুর্গা পৃথিবীর সকল অশুভ বিনাশ ঘটিয়ে দিয়ে যাবেন সুখ ও শান্তি, এমনটাই প্রত্যাশা।