মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, গত বছরের ৪ নভেম্বর পেতালিং জায়ার দামানসারা এলাকার ‘রুমাহ পাংসা রামপাই ইদামান’-এ একটি বিশেষ অভিযান চালানো হয়। ওই অভিযানে একটি আবাসিক ইউনিট থেকে রাব্বি হোসেনসহ চারজন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছিল। আদালত নির্দেশ অনুযায়ী তার কারাদণ্ড গ্রেফতারের তারিখ থেকেই কার্যকর হবে।