শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন

ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ১৫৭ দেশ, বাংলাদেশ ১৯৮৮ সালে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে এখন পর্যন্ত জাতিসংঘের ১৫৭টি সদস্য দেশ স্বীকৃতি দিয়েছে, যা সদস্য দেশগুলোর ৮১ শতাংশ। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ফ্রান্স, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো, অ্যান্ডোরা ও বেলজিয়াম আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। খবর আলজাজিরা।

এর আগে কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল এবং যুক্তরাজ্যও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল। গত রোববার (২১ সেপ্টেম্বর) যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঁচটি স্থায়ী সদস্যদেশের মধ্যে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি।

১৯৮৮ সালের ১৫ নভেম্বর ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা দেয়ার পর জাতিসংঘের যে ১৩৭টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, তার একটি ছিল বাংলাদেশ। ১৯৮৮ সালের ১৬ নভেম্বর ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় বাংলাদেশ।

কোন দেশ কবে স্বীকৃতি দিয়েছে

এ পর্যন্ত জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৫৭টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে এশিয়া, আফ্রিকা, লাতিন ও মধ্য আমেরিকার দেশই বেশি।

২০২৫ সালে — ফ্রান্স, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো, বেলজিয়াম, অ্যান্ডোরা, পর্তুগাল, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, মেক্সিকো।

২০২৪ সালে — আর্মেনিয়া, স্লোভেনিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন, বাহামা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, জ্যামাইকা, বার্বাডোস।

২০১৯ সালে — সেন্ট কিটস অ্যান্ড নেভিস।

২০১৮ সালে — কলম্বিয়া।

২০১৫ সালে—সেন্ট লুসিয়া, হোলি সি।

২০১৪ সালে—সুইডেন।

২০১৩ সালে—হাইতি, গুয়াতেমালা।

২০১২ সালে—থাইল্যান্ড।

২০১১ সালে—আইসল্যান্ড, ব্রাজিল, গ্রেনাডা, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, ডমিনিকা, বেলিজ, সেন্ট ভিনসেন্ট, হন্ডুরাস, এল সালভাদর, সিরিয়া, দক্ষিণ সুদান, লাইবেরিয়া, লেসোথো, উরুগুয়ে, প্যারাগুয়ে, সুরিনাম, পেরু, গায়ানা, চিলি।

২০১০ সালেৎ—ইকুয়েডর, বলিভিয়া, আর্জেন্টিনা।

২০০৯ সালে—ডমিনিকান প্রজাতন্ত্র, ভেনেজুয়েলা।

২০০৮ সালে—আইভরি কোস্ট, লেবানন, কোস্টারিকা।

২০০৬ সালে—মন্টেনেগ্রো।

২০০৪ সালে—পূর্ব তিমুর।

১৯৯৮ সালে—মালাউই।

১৯৯৫ সালে—কিরগিজস্তান, দক্ষিণ আফ্রিকা, পাপুয়া নিউগিনি।

১৯৯৪ সালে—উজবেকিস্তান, তাজিকিস্তান।

১৯৯২ সালে—বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, জর্জিয়া, তুর্কমেনিস্তান, আজারবাইজান, কাজাখস্তান।

১৯৯১ সালে—ইসওয়াতিনি।

১৯৮৯ সালে—ফিলিপাইন, ভানুয়াতু, বেনিন, ইকুয়েটরিয়াল গিনি, কেনিয়া, ইথিওপিয়া, রুয়ান্ডা।

১৯৮৮ সালে—বাংলাদেশ, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ভুটান, বুরুন্ডি, বতসোয়ানা, নেপাল, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, পোল্যান্ড, ওমান, গ্যাবন, সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে, মোজাম্বিক, অ্যাঙ্গোলা, কঙ্গো প্রজাতন্ত্র, সিয়েরা লিওন, উগান্ডা, লাওস, চাদ, ঘানা, টোগো, জিম্বাবুয়ে, মালদ্বীপ, বুলগেরিয়া, কেপ ভার্দে, উত্তর কোরিয়া, নাইজার, রোমানিয়া, তানজানিয়া, হাঙ্গেরি, মঙ্গোলিয়া, সেনেগাল, বুরকিনা ফাসো, কম্বোডিয়া, কমোরোস, গিনি, মালি, গিনি বিসাউ, চীন, বেলারুশ, নামিবিয়া, রাশিয়া, ইউক্রেন, ভিয়েতনাম, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র ও মিসর।

এ ছাড়াও গাম্বিয়া, ভারত, নাইজেরিয়া, সিশেলস, স্লোভাকিয়া, শ্রীলঙ্কা, আলবেনিয়া, ব্রুনেই, জিবুতি, মরিশাস, সুদান, আফগানিস্তান, কিউবা, জর্ডান, মাদাগাস্কার, নিকারাগুয়া, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সার্বিয়া, সংযুক্ত আরব আমিরাত, জাম্বিয়া, আলজেরিয়া, বাহরাইন, ইন্দোনেশিয়া, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মৌরিতানিয়া, সোমালিয়া, তিউনিসিয়া, তুরস্ক, ইয়েমেন, মরক্কো, ইরান।

ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির সংক্ষিপ্ত ইতিহাস

১৯৮৮ সালের ১৫ নভেম্বর প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) চেয়ারম্যান ইয়াসির আরাফাত জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেন। সে সময় ৮০টিরও বেশি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল। প্রসঙ্গত, গাজায় চলমান যুদ্ধে ইতোমধ্যেই ৬৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit