আন্তর্জাতিক ডেস্ক : যখন তরুণ প্রতিবাদকারীরা তার সামনে গুলি খাচ্ছে, একজন সাংবাদিক কি তার কাজ চালিয়ে যেতে পারে এবং নিরপেক্ষ থাকতে পারে? নেপালের রাজধানী কাঠমান্ডুতে ৮ ও ৯ সেপ্টেম্বর জেনজি প্রতিবাদে সাংবাদিকদের জন্য ব্যক্তিগত গল্পে পরিণত হয়েছে। কিছু সাংবাদিক প্রতিবাদের সময় হামলার শিকারও হয়েছেন।
সুনীতা কার্কি, আন্নাপূর্ণা পোস্টে কর্মরত সাংবাদিক, ৮ সেপ্টেম্বর একটি হোটেলের ওয়ার্কশপে ছিলেন। হোটেলের জানালা দিয়ে প্রথম প্রতিবাদ দেখেছেন। ফোনে কারফিউ সতর্কবার্তা আসছিল, মানবাধিকার সংগঠনের একটি যানবাহন জ্বলে যাচ্ছে, আহত বন্ধুদের মোটরবাইকে হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছিল কিশোররা, আর পুলিশ হাতে হাত তুলে কিশোরকে পেটাচ্ছিল।
তিনি বললেন, ‘আমি অনেক কাঁদলাম। কিন্তু ভয়ের কারণে নয় – দোষবোধের কারণে। আমরা পাঁচতারা হোটেল থেকে এই দৃশ্যগুলো দেখছিলাম।’সন্ধ্যা পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৯-এ পৌঁছায়। ৯ সেপ্টেম্বর তার অফিস, আন্নাপূর্ণা পোস্টের টিঙ্কুনে কার্যক্রমস্থল, আগুনে পুড়ে যায়।
ফটোসাংবাদিক অঙ্গদ ধাকাল, কান্তিপুর ন্যাশনাল ডেইলির, অফিসের বাইরে দাঁড়িয়ে ছিলেন, যখন প্রতিবাদকারীরা অফিসে ঢুকে অগ্নিসংযোগ শুরু করে। তিনি তার ১০ বছরের ছবি সংরক্ষিত হার্ডড্রাইভ বাঁচাতে চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হন।
তিনি বললেন, ‘আমার অফিস পুড়ে যাচ্ছিল। আমি কী ছবি তুলব?’ এরপরও তিনি ক্যামেরা তুলে দৃশ্য নথিভুক্ত করতে থাকেন, ‘পেশাদারী কর্তব্য বা উৎসাহের কারণে নয়, শুধু পরিস্থিতি দেখার জন্য।’
অনলাইনখবরের সাংবাদিক গৌরব পোখরেল জানান, তাদের নিউজরুমও হুমকির মুখে পড়েছিল। তিনি প্রেস আইডি লুকিয়ে রাখতেন এবং কখনো কখনো স্লোগান দেয়া জনসমক্ষে ঢুকে বিক্ষোভকারীদের সঙ্গে মিশতেন।
সরকারি ভবনগুলোর আগুনে দগ্ধ এবং কাঠমান্ডুতে কান্তিপুর ও অন্যান্য মিডিয়ার অফিসে হামলার সময় সাংবাদিকদের কাছে জীবনের নিরাপত্তাই প্রাথমিক হয়ে দাঁড়িয়েছিল। নেপাল টেলিভিশন ও রেডিও নেপালের অফিসেও আগুন ও ভাঙচুর হয়।
সাংবাদিক সুরেন্দ্র পাওডিয়াল বলেন, ‘আইডি নেকলেসে ঝুলিয়ে নেওয়া আমার কাজে সাহায্য করবে ভেবেছিলাম, কিন্তু সেদিন জীবনই প্রথম। আমাদের লক্ষ্য ছিল শান্ত থাকা, একে অপরকে নিরাপদে বের করা এবং নিউজ সম্প্রচার চালিয়ে যাওয়া।’
এই দুই দিনের ঘটনা সাংবাদিকদের শিকড়ে পৌঁছে দেয়: কাজের দায়িত্ব, মানবিক দায়িত্ব এবং ব্যক্তিগত নিরাপত্তার মধ্যে ক্রমাগত সংঘাত। ‘এই মুহূর্তে সত্যিই নিরপেক্ষ থাকা কঠিন,’ এক সাংবাদিক বলেন।
তথ্যসূত্র: নেপাল টাইমস
কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১০:২৩