আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি উদযাপনে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের আনন্দ র্যালি যুক্তরাজ্যসহ ডজনখানেক পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঢেউয়ে উল্লাসে মেতে উঠেছেন পশ্চিম তীরের ফিলিস্তিনিরা। মঙ্গলবার রামাল্লা ও তুলকারেমসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ পতাকা হাতে রাস্তায় নেমে আনন্দ মিছিল করেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। রামাল্লার কেন্দ্রীয় স্কোয়ারে জাতীয়তাবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ। সেখানে শতাধিক মানুষ ফিলিস্তিনি ও ইউরোপীয় দেশগুলোর পতাকা হাতে সমবেত হন। অনেকের হাতে ছিল ‘স্টপ দ্য জেনোসাইড’ লেখা পোস্টার এবং ফিলিস্তিনি অথরিটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ছবি।
আব্বাসের রাজনৈতিক দল ফাতাহ ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের শীর্ষ নেতারা এ সময় উপস্থিত হয়ে হাত মেলান ও শুভেচ্ছা বিনিময় করেন। ফাতাহর কেন্দ্রীয় কমিটির মহাসচিব জিবরিল রজৌব এএফপিকে বলেন, ‘এই স্বীকৃতি একটি প্রক্রিয়ার প্রথম ধাপ। আমরা আশা করি এটি অব্যাহত থাকবে। এটি আমাদের জনগণের শতবর্ষের প্রতিরোধ ও দৃঢ়তার ফল।’
তিনি আরও জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আগের দিন দেওয়া বক্তব্য শুনে তিনি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছেন। ফাতাহ সদস্য ৩৯ বছর বয়সি মাইসুন মাহমুদ বলেন, ‘আজ আমরা এসেছি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোকে ধন্যবাদ জানাতে। একই সঙ্গে যুদ্ধ বন্ধ করতে তাদের আরও সক্রিয় সমর্থনের আহ্বান জানাতে। এখন সময় এসেছে বিশ্বকে দায়িত্ব নেওয়ার।’
উত্তরাঞ্চলীয় তুলকারেম শহরেও অনুরূপ সমাবেশ হয়। সেখানে অংশগ্রহণকারীরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর পতাকা হাতে উল্লাস প্রকাশ করেন। সোমবার ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা ও আরও কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এর আগে রোববার ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা ও পর্তুগাল একই পদক্ষেপ নেয়। দুই বছরের গাজা যুদ্ধ ও পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির পর এ উদ্যোগকে ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১২:১৪