আর্ন্তজাতিক নিউজ ডেক্সঃ প্যারিসের ঝলমলে রাত শেষ পর্যন্ত হতাশার স্মৃতি হয়ে রইল লামিন ইয়ামাল পরিবারের জন্য। কিশোর প্রতিভা টানা দ্বিতীয়বার কোপা ট্রফি জিতলেও, বহুল কাঙ্ক্ষিত ব্যালন ডি’অর হাতছাড়া হয় তার। পুরস্কার জেতেন ফরাসি তারকা ওসমান দেম্বেলে। আর এই ফলাফলে ক্ষোভ প্রকাশ করেছেন ইয়ামালের বাবা মুনির নাসরাউই।
প্রথমে সাংবাদিকদের কাছে তিনি তুলনামূলক শান্তভাবেই প্রতিক্রিয়া দেন—‘আগামী বছর ব্যালন ডি’অর আমাদের হবে।’ তবে সময়ের সঙ্গে সঙ্গে রাগ বাড়তে থাকে তার। পরে স্প্যানিশ টেলিভিশন শো এল চিরিংগিতোতে দেওয়া ভিডিও কলে ক্ষুব্ধ নাসরাউই বলেন, ‘আমি ডাকাতি বলব না, তবে এটিকে মানবজাতির প্রতি এক ধরনের নৈতিক ক্ষতি মনে হচ্ছে।
তিনি দৃঢ়ভাবে দাবি করেন, ব্যালন ডি’অর জেতার যোগ্য আসলে ইয়ামালই ছিলেন। ‘লামিন ইয়ামাল এখন বিশ্বের সেরা ফুটবলার— অনেক ব্যবধানে। এটা আমি শুধু বাবা বলেই বলছি না, মাঠে তার পারফরম্যান্সই প্রমাণ দেয়। তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ক্ষোভ জানিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের মেনে নিতে হবে এখানে খুব অদ্ভুত কিছু ঘটেছে। তবে একটা জিনিস পরিষ্কার—আগামী বছর ব্যালন ডি’অর স্পেনের হবে। এদিকে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা ইতিবাচক দিকটাই দেখাতে চান। তিনি বলেন, ‘এই ট্রফি জিততে না পারা লামিনকে আরও অনুপ্রাণিত করবে। একদিন সে ব্যালন ডি’অর জিতবেই।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৩ সেপ্টেম্বর ২০২৫/দুপুরঃ ১২.৫০