ডেস্ক নিউজ : ব্রাহ্মণবাড়িয়ায় একটি বিউটি পার্লার থেকে বিপুল পরিমাণ জাল নোট, আগ্নোয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এসময় ১০ লাখ ১৮ হাজার টাকার জাল নোট, একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তিন নারীকে আটক করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে জেলার নবীনগর উপজেলার পৌর শহরের চার নম্বর ওয়ার্ডের আদালত পাড়া এলাকায় অবস্থিত বউ সাজ বিউটি পার্লার থেকে এসব উদ্ধার করা হয়। আটকরা হলেন- আলমনগর গ্রামের সাথী (৪২), করিমশাহ এলাকার তাশলিমা আক্তার এবং পূর্ব পাড়ার খাদিজা আক্তার।
স্থানীয়রা জানান, পার্লারের মালিক বিলকিস আক্তার বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। পার্লারের ম্যানেজার সাথী জানান, বিকেলে এক যুবতী ফেসিয়াল করার কথা বলে পার্লারে আসেন। তিনি দরদাম করার পর একটি ব্যাগ রেখে বাইরে যান। কিছুক্ষণ পর ব্যাগটি থেকে জাল টাকা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।
এদিকে সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বিকেল চারটার দিকে কালো পোশাক ও মুখে মাস্ক পড়া এক যুবতী রিকশায় করে পার্লারে প্রবেশ করেন। তার আনা ব্যাগ থেকেই এসব জাল নোট ও অস্ত্র উদ্ধার করা হয়। জব্দ হওয়া সব জাল নোটের সিরিয়াল নম্বর একই- ট ৮৬২৭৩৬৯।
নবীনগর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম জানান, আটক তিন নারীকে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে।
কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১১:২৮