আন্তর্জাতিক ডেস্ক : হংকংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি বোমা উদ্ধার হওয়ায় হাজারো মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে দেশটির কর্তৃপক্ষ।
পুলিশ জানিয়েছে, বোমাটির দৈর্ঘ্য প্রায় ৪.৯ ফুট ও ওজন প্রায় ৪৫০ কেজি। এটি এখনো সম্পূর্ণ কার্যক্ষম অবস্থায় রয়েছে বলে ধারণা করছে তারা।
শুক্রবার কোয়েরি বে এলাকায় বোমাটি উদ্ধার হওয়ার পর থেকে স্থানীয়দের মাঝে উদ্বেগ বেড়েছে।
জেলা পুলিশ কমান্ডার অ্যান্ডি চ্যান বলেন, বোমাটি নিষ্ক্রিয় ও অপসারণে অত্যন্ত ঝুঁকি থাকায় আমাদের জরুরি সরিয়ে নেওয়ার পরিকল্পনা চালু করতে হচ্ছে।
পুলিশ জানায়, কোয়েরি বে এলাকায় ১৮টি ভবনের প্রায় ছয় হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। বোমা নিষ্ক্রিয়করণের কাজ শনিবার সকাল থেকে শুরু হবে এবং পুরো প্রক্রিয়ায় প্রায় ১২ ঘণ্টা লাগতে পারে।
তাদের মতে, উদ্ধার হওয়া বোমাটিতে প্রায় ২২৭ কেজি বিস্ফোরক রয়েছে, যা ভুলভাবে পরিচালনা করলে ভয়াবহ প্রাণহানির ঝুঁকি তৈরি করতে পারে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হংকং ছিল জাপানের প্রাথমিক লক্ষ্যগুলোর একটি। জাপানি ও মিত্রবাহিনীর মধ্যে তীব্র লড়াই হয়েছিল, আর এখনো প্রায় একশ বছর পর পর্বতারোহী ও নির্মাণ শ্রমিকরা সেখানকার মাটির নিচে অবিস্ফোরিত বোমা আবিষ্কার করে থাকেন।
২০১৮ সালের মে মাসে হংকংয়ের ওয়ান চাই জেলায় একই ধরনের একটি বোমা উদ্ধার করা হয়ে। তখন কর্তৃপক্ষকে এক হাজার ২০০ বাসিন্দাকে সরিয়ে নিতে হয়েছিল। বোমাটি নিষ্ক্রিয় করতে প্রায় ২০ ঘণ্টা লেগেছিল।
সূত্র : এএফপি
কিউএনবি/অনিমা/২০ সেপ্টেম্বর ২০২৫, /সকাল ৭:০৫