মো: খোরশেদ আলম শরীয়তপুর প্রতিনিধি : পদ্মা সেতুতে প্রথম সমন্বিত সরকারি ক্যাশলেন্স টোল আদায়ে (ইটিসি) লেন চালু করা হয়েছে। দ্রুত, সহজ ও নিরাপদ সেবা ব্যাংক বা মোবাইল ব্যাংকিং অ্যাপের টোল অপশন ব্যবহার করে সেতু দিয়ে যাতায়াতকারীরা এই সুবিধা পাবেন। যাতায়াতের সময় প্রতি ৮টি লেনের মধ্যে একটি করে লেনে ১৫ সেপ্টেম্বর সোমবার দুপুর থেকে ইটিসির ব্যবহার চালু হয়েছে। রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) পদ্ধতিতে আদায় করা হবে টোল। স্বয়ংক্রিয় পদ্ধতিতে এ টোল আদায়কারী পরিবহন ৩০ কিলোমিটার বেগে চলতে থাকবে।
চলন্ত অবস্থায় টোল আদায় হওয়ায় টোল প্লাজায় যানজট নিরশন হবে। পদ্মা সেতু দিয়ে যাতায়াত করা গাড়ির চালকরা জানিয়েছেন, এই পদ্ধতি খুব সময়োপযোগী হয়েছে। টোল আদায়ে এখন থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। স্বয়ংক্রিয় টোল আদায়ের জন্য খুব শীঘ্রই তারা নিবন্ধিত হবেন। তবে মোটরবাইক ব্যবহারকারীরা এই সেবা থেকে বঞ্চিত হবেন। মোটরবাইক চালকরাও ইটিসি পদ্ধতির আওতাভুক্ত হওয়ার জন্য সেতু কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়েছেন। তাহেল বাইকারদের সময় বাঁচবে এবং যানজট মুক্ত পরিবেশে পদ্মা সেতু ব্যবহার করতে পারবেন বলে দাবী জানিয়েছেন। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক ইশতিয়াক আহমেদ বলেন, কিছু কিছু গাড়ি নিবন্ধিত হয়েছে। তারা এই সুবিধা পেতেছে। কিছুদিনের মধ্যে এই পদ্ধতি পুরোপুরি ভাবে চলতে থাকবে।
কিউএনবি/অনিমা/১৭ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৩:৪২