সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বিপিএর জরিপে শীর্ষ ৪ প্রার্থীর মধ্যে এগিয়ে আবিদ ‘রাহুল-প্রিয়াঙ্কা মডেলে’ ছেলেমেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধন কাল আবার কবে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ? সেলিনা হায়াৎ আইভী ও পলকের জামিনের বিষয়ে যা জানা গেল রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত  উন্নয়নের ছোঁয়া লাগেনি নোয়াখালী পৌরসভার তিন রাস্তায় জয়পুরহাটে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক বাজে রেকর্ডের শোক কাটানোর আগেই বিপদে দ.আফ্রিকা তিস্তা নদীতে সরকারি বাঁধের নিচে অবৈধ বালু উত্তোলন: ধ্বংসের মুখে কোটি টাকার স্প্যার বাঁধ

রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭ Time View
আহমদ বিলাল খান : জাতীয় ক্রীড়া পরিষদ অনুমোদিত রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৪টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)।
এসময় জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারাঃ ২ (১৫)-এ উল্লিখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতা অনুসরণে রাঙামাটি পার্বত্য জেলার জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারা: ২ (৪) ও ৮-এ বর্ণিত পরিষদের মাননীয় চেয়ারম্যান কর্তৃক সদয় অনুমোদিত। অনুমোদিত এ্যাডহক কমিটির গঠন জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারা: ১৪ (৩) অনুসরণে নিম্নরূপে নির্দেশক্রেমে ২৭ মে-২০২৫ ইংরেজি তারিখের প্রজ্ঞাপন এবং ১৯ জুন-২০২৫ ইংরেজি তারিখ জাতীয় ক্রীড়া পরিষদ সচিব (যুগ্মসচিব) মো. আমিনুল ইসলাম, এনডিসি স্বাক্ষরিত রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য মো. সফিকুল ইসলাম চৌধুরী, নির্মল বড়ুয়া মিলন, আবু সাদাত মো. সায়েম, মোহাম্মদ আলী পাটোয়ারী, সৈয়দ হেফাজত-উল-বারী (সবুজ), হৃদয় চাকমা ও জেলা ক্রীড়া কর্মকর্তা ও সদস্য সচিব হারুন অর রশিদ। 
এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের ২৭ আগষ্ট-২০২৪ ইংরেজি তারিখের প্রজ্ঞাপন এর সার্কুলার মোতাবেক সভাপতির অনুমতিক্রমে সহযোগিতা/পরামর্শের জন্য সভায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয় রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমীন হওলাদার, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহসভাপতি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ক্রীড়া সংগঠক এড. মামুনর রশিদ মামুন, জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) এর সহসভাপতি রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ক্রীড়া সংগঠক আবুল বাসেত অপু,ছদক ক্লাবের সভাপতি প্রীতিময় চাকমা, ছাত্র প্রতিনিধি ও রাঙামাটি সরকারি কলেজের ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাকিল এবং জেলা ক্রীড়া সংস্থার অফিস সচিব আব্দুল করিম লালু প্রমুখ।
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভার আলোচ্য সূচি: পরিচিতি পর্ব,খেলোয়াড় হোস্টেল নির্মাণ সংক্রান্ত, দোকান ভাড়ার চুক্তি নবায়ন ও পুকুর লীজ সংক্রান্ত, জেলা ক্রীড়া সংস্থার কর্মচারীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত  এবং বিবিধ। রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম অংশিজন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাকিব হাসানের নেতৃত্বে এ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) এর হাতে ফুল দিয়ে জেলার খেলোয়াড়দের পক্ষ থেকে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটিকে অভিনন্দন জানান।

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit