তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে জনপ্রতিনিধিত্ব কার্যক্রমে অংশগ্রহণ ও স্থানীয় শাসন এবং কাঠামো সম্পর্কে ফেডারশন নেতৃবৃন্দদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ডিএসকে মিলনায়তনে কারিতাস (এসডিডিবি) প্রকল্পের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দুর্গাপুর ডিসি কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্পের এ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র আইনজীবী মানেশ চন্দ্র সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, দুর্গাপুর ইউনিয়নের ইউপি সদস্য হযরত আলী।
কর্মশালায় আলোচকগন বলেন, কারিতাস দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া এবং দুর্গাপুর ইউনিয়নে ২০১৬ সাল থেকে এলাকার প্রবীন এবং প্রতিবন্ধীদের নিয়ে সুনামের সাথে কাজ করে আসছে। এছাড়াও প্রতিষ্ঠানটি সমাজে মাদক নিরাময় এবং মানুষের অধিকার নিয়ে ব্যাপক প্রচারণা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ এই কর্মশালায়, সমাজের জন প্রতিনিধিত্ব কার্যক্রমে অংশগ্রহণ ও স্থানীয় শাসন এবং কাঠামো সম্পর্কে উপস্থিত সকলকে সজাগ থাকতে এ কর্মসুচীর আয়োজন করা হয় এবং নিজ নিজ অবস্থান থেকে স্থানীয় সরকার কে এই বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য আহবান জানানো হয়।
কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:০০