স্পোর্টস ডেস্ক : গতকাল ৭ সেপ্টেম্বর সাউদাম্পটনের রোজ বোলে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৩৪২ রানে হেরে বাজে রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকা। লজ্জাজনক সেই হারের খতে প্রলেপ দেওয়ার আগেই দুঃসংবাদ প্রোটিয়া শিবিরে।
৩৪২ রানে ম্যাচ হারার বিব্রতকর রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। ধবলধোলাই এড়ানোর ম্যাচে জো রুট (১০০) ও জ্যাকব বেথেলের (১১০) জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেটে ৪১৪ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। সেই রান তাড়া করতে নেমে জফরা আর্চারের তোপে ৭২ রানে অলআউট হয় প্রোটিয়ারা। ১৮ রানে ৪ উইকেট নেন ম্যাচসেরা পেসার আর্চার।
এতদিন ওয়ানডের ইতিহাসে জয়-পরাজয়ের হিসেবে রেকর্ডটি ছিল ভারতের। তারা ২০২৩ সালে শ্রীলংকাকে ৩১৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্ব রেকর্ড গড়ে। তাদের সেই রেকর্ড ভেঙ্গে ইতিহাস গড়ে ইংল্যান্ড।
কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৯:০৪