মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেস জয়পুরহাটের আক্কেলপুরে এসে একটি বগি লাইনচ্যুত হয়। প্রায় ৫ ঘণ্টা ধরে চেষ্টা করে লাইনচ্যুত বগি উদ্ধার করা হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। শনিবার রাত সাড়ে ৩ টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভদ্রকালী চকরঘুনাথ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৫ ঘন্টা পর সারা দেশের সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
সান্তাহার রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার খাদিজা খাতুন জানান, সোমবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী আন্ত:নগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি আক্কেলপুর স্টেশনের আগে ভদ্রকালি এলাকায় লাইনচ্যুত হয়। এরপর থেকে ট্রেন যোগাযোগ বন্ধ থাকে। খবর পেয়ে দ্রুত রিলিফ ট্রেন এসে বগিটি উদ্ধার করলে ৫ ঘন্টা পর সকাল ৯টা থেকে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান।
কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৯:০০