কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে ৬ ইঞ্চি খুলে দেয়া হলো ১৬ জলকপাট
Reporter Name
Update Time :
সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
১৬
Time View
আলমগীর মানিক,রাঙামাটি : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি আবারো হু-হু করে বেড়ে নিন্মাঞ্চল ডুবে চরম দূর্ভোগে রাঙামাটির প্রায় অর্ধলাখ পরিবার। এমতাবস্থায় কাপ্তাই হ্রদের পানি নিস্কাশনে তৃতীয়বারের মতো ৬ ইঞ্চি করে খুলে দেয়া হলো কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে বলে জানিয়েছে জল বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে ক.পা.বি.কে এর ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান সোমবার (৮ সেপ্টেম্বর) ৩ টায় এই প্রতিবেদককে জানান, হঠাৎ করে লেক তীরবর্তী অঞ্চলে বৃষ্টিপাত হওয়ায় কাপ্তাই লেকের পানির উচ্চতা সোমবার (৮ সেপ্টেম্বর ) দুপুর ২ টা ৩০ মিনিটের পর ১০৮.৬৫ ফুট মীনস-সি লেভেল অতিক্রম করায় অথাৎ বীপদসীমা অতিক্রম করায় এদিন( সোমবার) দুপুর ২টা ৪৫ মিনিটে কেন্দ্রের ১৬ টি জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।
এরআগে, চলতি বছরের গত জুলাই মাসের শেষে এবং আগস্ট মাসের শুরুতে কাপ্তাই লেক তীরবর্তী অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানির উচ্চতা বিপদ সীমার উপর অতিক্রম করায় অথাৎ ১০৯ ফুটের প্রায় কাছাকাছি চলে আসায় গত ৫ আগস্ট দিবাগত রাত ১২ টা ৫ মিনিটে প্রথমবারের মতো কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের( কপাবিকে) ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হয়েছিল। এতে প্রতি সেকেন্ড ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলি নদীতে নিষ্কাশন করা হয়েছিল।
পরবর্তীতে বৃষ্টি অব্যাহত থাকায় উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে লেকের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এরপর কেন্দ্রের জলকপাট দেড় ফুট, পরবর্তীতে আড়াই ফুট এবং সর্বোচ্চ সাড়ে ৩ ফুট পর্যন্ত করে ছেড়ে দেওয়া হয়েছিল। অবশেষে পানি ছাড়ার ৭দিন পর লেকে পানির উচ্চতা কমে আসায় গত ১২ আগস্ট সকাল ৯ টায় বন্ধ করে দেওয়া হয়েছিল রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট।
এরপর হঠাৎ করে আবারও কাপ্তাই লেকের তীরবর্তী অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকায় মুহূর্তে মুহূর্তে লেকের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় অথাৎ বীপদ সীমার উপর অতিক্রম করায় ফের দ্বিতীয়বারের মতো গত ২০ আগস্ট বুধবার রাত ৮ টায় কেন্দ্রের ১৬ টি জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হয়েছিল। এতে করে কাপ্তাই লেক হতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হয়েছিল।