আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটি শহরের সর্বত্র মাদক, অস্ত্র ও অসামাজিক কার্যকলাপ দমনসহ চাঁদাবাজি, মব এর বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। সম্প্রতি একাধিক অভিযানে মাদকসেবী, ব্যবসায়ী ও অসামাজিক কর্মকান্ডে জড়িতদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সামাজিক ও ফৌজদারি অপরাধ দমন এবং অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ আগস্ট মাসজুড়ে বিশেষ অভিযান চালিয়ে অন্তত ১১১ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা গেছে, এ সময় মাদকসেবী ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৫১ জনকে আটক করা হয়। অভিযানে প্রায় ২৮০ পিস ইয়াবা, ৩৮ লিটার চোলাই মদ, স্থানীয়দের হারানো ১০টি মোবাইল ফোন, একজন ভিকটিম উদ্ধার, একটি এলজি বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও একটি দা উদ্ধার করে পুলিশ।
গত এক মাসে ৬টি মাদক মামলা ও অন্যান্য ৫টি মামলা নিষ্পত্তি করা হয়েছে এবং নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে ২১ জনকে। এছাড়া আগস্ট মাসে নতুন করে দায়ের হয় মাদক-৫টি, অস্ত্র-১টি, চুরি-১টি, দস্যুতা-১টি ও অন্যান্য-১টি মামলা।
অভিযানের অংশ হিসেবে ওয়ারেন্টমূলে গ্রেফতারি পরোয়ানা তামিলে ৩৭ জনকে আটক করেছে পুলিশ। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, আমাদের পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন মহোদয়ের সার্বক্ষনিক তদারকিতে “ চাঁদাবাজি, মবসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মাদক ও অসামাজিক কার্যকলাপ রোধে পুলিশের পাশাপাশি জনসাধারণেরও ভূমিকা রাখতে হবে মন্তব্য করে তিনি বলেন, শুধু আইনের কঠোর প্রয়োগ নয় অপরাধ দমনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্থানীয় জনগণের সহযোগিতা। “মাদক ও অস্ত্রের মতো সামাজিক ব্যাধি দমন করতে হলে সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। তথ্য দিয়ে আমাদের সহায়তা করলে অপরাধী চক্রগুলোকে সহজেই চিহ্নিত করা সম্ভব।”
এদিকে সচেতন মহল মনে করছে, স্থানীয় জনগণ যদি সক্রিয়ভাবে সহযোগিতা করে এবং পুলিশ প্রশাসনের সাথে সমন্বয় বাড়ায়, তবে রাঙামাটিতে মাদক ও অপরাধমূলক কার্যকলাপ নিয়ন্ত্রণ অনেকাংশে সহজ হবে।
কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:২৮