ডেস্ক নিউজ : দেশে ২৪তম বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ৩৭টি দেশের অংশগ্রহণে তৈরি পোশাকশিল্প ও বস্ত্র খাতের প্রদর্শনী। ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চার দিনব্যাপী এই প্রদর্শনী হবে। প্রদর্শনীর আয়োজন করছে সেমস–গ্লোবাল।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রদর্শনীসমূহ আয়োজন সম্পর্কিত একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল, ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের গ্রুপ সিইও এস. এস. সারওয়ার; সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং সেমস-গ্লোবালের ডিরেক্টর অভিষেক দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরবিআর ইনোভেশন লিমিটেডের পরিচালক ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এর সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন এবং ডাইসিন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমানুর রহমান।
আয়োজনের নানাবিধ বিষয় তুলে ধরে মেহেরুন এন. ইসলাম বলেন, এই তিনটি প্রদর্শনী বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের সর্ববৃহৎ এবং সর্বপ্রথম অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনী, যা বিগত ২৩ বছরের ধারাবাহিকতায় এবছর ২৪ বারের ন্যায় অনুষ্ঠিত হচ্ছে। প্রদর্শনীসমূহ ক্রেতা ও সরবরাহকারীদের জন্য বাংলাদেশে অনুষ্ঠিত সর্ববৃহৎ বিজনেস-টু-বিজনেস (বি-টু-বি) মিটিং প্লেস, যেখানে ব্যবসার প্রসারে সরাসরি যোগাযোগের মাধ্যমে ক্রেতা এবং সরবরাহকারীরা কাজ করতে পারবেন।
প্রদর্শনীসমূহ বিদেশি ও দেশি সরবরাহকারী, ক্রেতা এবং বিক্রেতাদের সর্ববৃহৎ মিলনমেলা হওয়াতে – বাংলাদেশের ব্যবসায়ীদের দেশের বাইরে গিয়ে ক্রেতা অনুসন্ধান বা ভিসা জটিলতা পোহাতে হবে না। বরং, অর্থ, শ্রম ও সময়ের সাশ্রয়ে গার্মেন্টস ও টেক্সটাইল শিল্প সংশ্লিষ্ট ক্রেতা এবং সরবরাহকারীরা এক ছাদের নিচে একত্রিত হতে পারবেন।
তিনি আরও বলেন, গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পে বাংলাদেশের সুদীর্ঘ ঐতিহ্যকে সমুন্নত রাখতে, বৈদেশিক মুদ্রা অর্জন, অর্থনৈতিক সমৃদ্ধি এবং বাংলাদেশকে বিজনেস হাব হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে সেমস-গ্লোবালের অনুষ্ঠেয় প্রদর্শনীসমূহ সহায়ক হবে। পাশাপাশি, এ ত্রয়ী প্রদর্শনীতে আগত বিদেশি ক্রেতা ও বিক্রেতার বাংলাদেশ ভ্রমণ, পর্যটন ক্ষেত্রেও ভিন্ন মাত্রা যুক্ত করবে।
এ প্রদর্শনীসমূহ সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজিত টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের একটি অংশ; যা প্রতি বছর বাংলাদেশ, ব্রাজিল, মরক্কো, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়। টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন ইতোমধ্যে দক্ষিণ এশিয়ার গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের অগ্রগতিতে ব্যাপক ভূমিকা পালন করছে।
প্রদর্শনীতে ২২৪৫ এর অধিক বুথসহ ৩৭টি দেশের প্রায় ১৪৭৫টিরও বেশি কোম্পানি অংশগ্রহণ করবে।
প্রদর্শনী চলাকালীন ৫টি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। অ্যাক্সেন্টেক পিএলসি – আজিয়াটা গ্রুপের সহ-আয়োজনে, ১০ সেপ্টেম্বর, বুধবার, বিকাল ৫:০০–৬:০০ পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘ফাইভ জি, ক্লাউড অ্যান্ড বিয়োন্ড: সেইপিং অ্যা সাসটেইনেবল আরএমজি ইন্ডাস্ট্রি’ শীর্ষক সেমিনার। টেক্সটাইল টুডে ম্যাগাজিনের সহ-আয়োজনে, ১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, বিকাল ৪:১৫–৫:৪৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘ইউএস রিসিপ্রোকাল ট্যারিফ অ্যান্ড ইটস আফটারম্যাথ’ শীর্ষক সেমিনার। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির সহ-আয়োজনে, ১২ সেপ্টেম্বর, শুক্রবার, বিকাল ৩:০০–৪:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘ইন্টিগ্রেটিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনটু বাংলাদেশের আরএমজি অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রি: অপরচুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক সেমিনার।
একইদিনে, ইকোভিয়া লিমিটেডের সহ-আয়োজনে বিকাল ৫:০০–৬:০০ পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘ফ্রম ওয়েস্ট টু ওয়েলথ: সার্কুলার ইকোনমি সল্যুশনস ফর দ্য টেক্সটাইল ভ্যালু চেইন’ শীর্ষক সেমিনার। বাংলাদেশে আলিবাবা ডটকমের চ্যানেল পার্টনার স্কাই টেকের সহ-আয়োজনে, ১৩ সেপ্টেম্বর, শনিবার, সকাল ১১:৩০–দুপুর ১:০০ পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘হাউ আলিবাবা ডটকম সাপোর্টস এক্সপোর্টারস ইন রিচিং ইন্টারন্যাশনাল মার্কেটস’ শীর্ষক সেমিনার।
এবারের প্রদর্শনীতে ট্রাভেল, কুরিয়ার অ্যান্ড কার্গো পার্টনার হিসেবে থাকছে বেঙ্গল এয়ারলিফট এবং ম্যাগাজিন পার্টনার হিসেবে আছে ‘টেক্সটাইল টুডে’ ও ‘টেক্সটাইল ফোকাস’।
গার্মেন্টস শিল্পের সর্ববৃহৎ এ প্রদর্শনীসমূহ আগামী ১০-১৩ সেপ্টেম্বর চার দিনব্যাপী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, পূর্বাচল, ঢাকায় অনুষ্ঠিত হবে এবং সংশ্লিষ্ট দর্শনার্থীদের জন্য প্রদর্শনীসমূহ উন্মুক্ত থাকবে।
কিউএনবি/অনিমা/০২ সেপ্টেম্বর ২০২৫/সন্ধ্যা ৭:১৩