স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো ইংল্যান্ড জাতীয় দলে ডাক পাওয়ার পর এবার অভিষেকের দুয়ারে সনি বেকার। হেডিংলিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হবে হ্যাম্পশায়ারের এই তরুণ পেসারের।
বাংলাদেশ সময় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। আগের দিনই একাদশ ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। অভিষেক হতে যাওয়া ২২ বছর বয়সী বেকার এখন পর্যন্ত ১১টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ১৯টি। গত মৌসুম শেষে সমারসেট ছেড়ে হ্যাম্পশায়ারে যোগ দেওয়া বেকার এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপে ছয় ম্যাচের দুটিতে নেন ইনিংসে পাঁচ উইকেট করে।
‘দা হান্ড্রেডে’ ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে সাত ম্যাচে ৯ উইকেট নেওয়ার পথে নজর কাড়েন তিনি। লন্ডন স্পিরিটের অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের পর, ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুকের নেতৃত্বাধীন নর্দার্ন সুপারচার্জার্সের বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি। ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতিতে বল করতে সক্ষম এই পেসার ইংল্যান্ড লায়ন্সের হয়ে শীতের মৌসুমে ভালো পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বেকার ছাড়া ইংলিশ পেস আক্রমণে আরও আছেন চ্যাম্পিয়ন্স ট্রফির পর প্রথমবার এই সংস্করণের দলে ফেরা জফ্রা আর্চার ও ব্রাইডন কার্স। তিন ম্যাচ সিরিজের বাকি দুইটি হবে আগামী বৃহস্পতিবার লর্ডসে ও রবিবার সাউথ্যাম্পটনে।
ইংল্যান্ড একাদশ: জেমি স্মিথ, বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার), জ্যাকব বেথেল, উইল জ্যাকস, ব্রাইডন কার্স, জফ্রা আর্চার, আদিল রশিদ, সনি বেকার।
কিউএনবি/অনিমা/০২ সেপ্টেম্বর ২০২৫/দুপুর ১:০৪