মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচারের গতি সন্তোষজনক : আইন উপদেষ্টা মালয়েশিয়ায় দুইদিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ বাংলাদেশির চীনে বৈঠকের পর ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিলেন পুতিন নোয়াখালীতে ২৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ফ্রান্সের সুদানে ভয়াবহ ভূমিধসে পুরো গ্রাম নিশ্চিহ্ন, সহস্রাধিক মানুষের প্রাণহানি চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন এসবিপ্রধান গোলাম রসুল ও র‌্যাব ডিজি শহিদুর রহমান জিওসিসহ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল ভূমিকম্পে আফগানিস্তানে অন্তত ৮০০ মানুষ নিহত: জাতিসংঘ প্রতিবন্ধকতা মোকাবেলা করেও ডাকসু নির্বাচন হবে: ঢাবি উপাচার্য

মালয়েশিয়ায় দুইদিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ বাংলাদেশির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১ Time View

ডেস্ক নিউজ : মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় পাম বাগানে কর্মরত দুই বাংলাদেশি শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

সোমবার সকালে দেশটির সংবাদমাধ্যম হারিয়ান মেট্রো এ তথ্য জানায়। এর আগে রবিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে বাগানের কাজ শেষে পাহাং রাজ্যের কুয়ালা লিপিস জেলার সুঙ্গাই কোয়ান শহরে দুর্ঘটনার শিকার হন তারা। পাহাড়ি উঁচু-নিচু মেঠোপথ দিয়ে যাওয়ার সময় তাদের বহনকারী হাইলাক্স গাড়িটি গভীর খাদে পড়ে যায়।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সদর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের শুকুরুদ্দিন কালুর ছেলে তুহিন আলী (২৫) এবং একই ইউনিয়নের নসিবন্দি নগর গ্রামের মো. কাবিলের ছেলে মো. শামিম রেজা (২৩)।

তুহিনের মামা শফিকুল ইসলাম জানান, রবিবার মালয়েশিয়ায় সরকারি ছুটির দিন ছিল। এদিন ওভারটাইম কাজে যান তুহিন-শামীমসহ গোমস্তাপুরের পাঁচজন বাসিন্দা। কাজ শেষে একটি পিকআপে করে ঘরে ফিরছিলেন তারা। সুঙ্গাই কোয়ান এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় তিনজন লাফ দিয়ে রক্ষা পেলেও তুহিন ও শামীম গাড়ির নিচে চাপা পড়ে নিহত হন।

লিপিস জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট ইসমাইল মান জানান, বিকেল ৩টা ৩০ মিনিটে গাহাই অ্যাগ্রোপলিটন ফার্ম থেকে শ্রমিকদের বাসায় যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

তিনি বলেন, ভুক্তভোগীদের লাশ ময়নাতদন্তের জন্য কুয়ালা লিপিস হাসপাতালে পাঠানো হয়েছে এবং ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারার অধীনে বেপরোয়া গাড়ি চালানোর কারণে মারাত্মক দুর্ঘটনার অভিযোগে মামলাটি তদন্ত করা হচ্ছে।

অপরদিকে মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সুঙ্গাই বুলোহ এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ৪০ বছর বয়সি একজন বাংলাদেশি নিহত হয়েছেন।

সুঙ্গাই বুলোহ জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মোহাম্মদ হাফিজ মুহাম্মদ নূর জানান, সুঙ্গাই বুলোর জালান পেরসিয়ারান বিআরপি ১-এর ট্র্যাফিক লাইট মোড়ে চার গাড়ির সংঘর্ষে বাংলাদেশের এক নাগরিক নিহত হয়েছেন। দুর্ঘটনার শিকার হয় দুটি ব্যক্তিগত গাড়ি, একটি মোটরসাইকেল এবং নিহত বাংলাদেশির সাইকেল।

প্রাথমিক তদন্তে জানা যায়, ৪০ বছর বয়সি ওই বাংলাদেশি ব্যক্তি তার সাইকেলে করে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। প্রথম ধাক্কায় তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন। এরপর আরও একটি মোটরসাইকেল এবং অন্য একটি এমপিভি তাকে ধাক্কা দেয়। ফলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ আরও জানায়, নিহতের মরদেহ সুঙ্গাই বুলোহ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় ১৯৭৬ সালের সড়ক পরিবহন আইনের ৪১ (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০২ সেপ্টেম্বর ২০২৫/সকাল ১০:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit