শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে খেলার মাঠ অক্ষত রেখে নতুন ভবন নির্মানের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দুপুরে উপজেলার বজরা ইউনিয়নের শিক্ষার্থী ও জনগনের আয়োজনে বজরা এল.কে আমিন ডিগ্রী কলেজ মাঠে এ মানববন্ধন হয়। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক ক্ষুদে শিক্ষার্থী অংশগ্রহণ করেন।মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, প্রভাষক শফিকুজ্জামান লিমন, শিক্ষক রাশেদুল ইসলাম, আসাদুল ইসলাম, রাজ্জাকুল ইসলাম, বিএনপি নেতা রোকছেদ আমীন লেবু, এলাকাবাসী মেহেদী হাসান, বিপ্লব মিয়া, সামিউল ইসলাম প্রমুখ। এ সময় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, বজরা এল.কে আমিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল।
এ সময় বক্তারা বলেন, আমরা বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মানের বিরুদ্ধে না। আমাদের দাবী ঐতিহ্যবাহী এই খেলার মাঠটি অক্ষত রেখে নতুন ভবন নির্মান করা হোক। বর্তমানে যেখানে নতুন ভবন নির্মান করা হবে এতে খেলার মাঠ ছোট হয়ে আসবে এবং খেলোয়াড়দের অসুবিধায় পড়তে হবে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে দ্রুত নতুন জায়গায় ভবনের কাজ শুরুর আহবান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা জানান, নতুন ভবন নির্মানের বিষয়ে আমরা অবগত রয়েছি। স্কুল কর্তৃপক্ষ যদি আবেদন করেন তবে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ও বিশ^ ব্যাংকের সহযোগিতায় কুড়িগ্রাম জেলায় ৫৫টি প্রাথমিক বিদ্যালয়ের বন্যা আশ্রয়কেন্দ্র নির্মান হবে। এরই ধারাবাহিকতায় উলিপুর উপজেলার বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে বন্যা আশ্রয়কেন্দ্র নির্মানের কাজ চলমান রয়েছে।
কিউএনবি/অনিমা/২৮ আগস্ট ২০২৫/রাত ৮:৪০