খোশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রতিটি ভোটারের মূল্যায়ন হবে, ফ্যাসিস্ট চরিত্র তৈরী হবে না। ২৬ আগস্ট সন্ধ্যায় শরীয়তপুর শহীদ মিনার চত্বরে যুব সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ৭১রে মানুষ যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে দেশকে স্বাধীন করেছিল তার কোন কিছুই পূর্ণ হয়নি। যারা দেশের অর্থ পাচার করে বিদেশ অর্থের পাহাড় গড়ে তাদের সাথে আমারা সংসদে যেতে চাই না। যারা দেশকে ভালোবাসে তাদের সাথে নিয়ে ইসলামী আন্দোলন ক্ষমতায় যেতে চায়। নতুন এজেন্ডা বাস্তবায়ন হলে পিআর পদ্ধতির মাধ্যমে প্রতিটি দলের সংসদে যাওয়া ও কথা বলার সুযোগ থাকবে। তাই পিআর পদ্ধতির মাধ্যমেই দেশে জাতীয় নির্বাচন হবে। অন্তবর্তীকালীন সরকার জনগনকে ৩টি প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন। সংস্কার, দৃশ্যমান বিচার ও জাতীয় নির্বাচন। এখন আপনারা কোন অদৃশ্য শক্তির কারণে তা বাস্তবায়ন করতে পারছেন না তা জাতীকে জানাতে হবে।বিশে^র যে সকল দেশে পিআর পদ্ধতি চালু হয়েছে সেই সকল দেশে পিআর পদ্ধতি আর বাতিল হয়নি। তার মানে পিআর পদ্ধতি একটা গ্রহণযোগ্য পদ্ধতি। বাংলাদেশেও পিআর পদ্ধতির ব্যবহার হবে এটাই আমাদের দাবী। এই পদ্ধতিতে নির্বাচন দেশের জনগনের দাবী।
সংগঠনের শরীয়তপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ তারেক জামিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউসুফ আবরারের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম আজিজুল হক, মুজাহিদ কমিটির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ কেরামত আলী। এসময় আরো বক্তব্য রাখেন ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ও শরীয়তপুর-৩ আসনের এমপি প্রার্থী এ্যাডভোকেট হানিফ মিয়া সরদার, ইসলামী আন্দোলন শরীয়তপুর জেলা শাখার সভাপতি আহসান হাবীব, মুজাহিদ কমিটির মুফতি ফেরদৌস আহমেদ, যুব আন্দোলনের সাবেক সভাপতি মুফতি ইমরান হোসাইন প্রমূখ।
কিউএনবি/অনিমা/২৭ আগস্ট ২০২৫/দুপুুর ১:৩৫