নওগাঁ প্রতিনিধি: সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশপদ নবম গ্রেড করার দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের জিলা স্কুলের সামনে নওগাঁ সরকারি মাধ্যমিক শিক্ষক পরিবারের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নওগাঁ জিলা স্কুলের সহকারী শিক্ষক ইমতিয়াজ আহমাদ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জিলা স্কুলের সহকারী শিক্ষক ছাইদুল ইসলাম, অমিত কুমার, রফিকুল ইসলাম, আব্দুল হাকিম, জিল্লুর রহমান, নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাতিজা খাতুন, মিজানুর রহমান, সোহেল রানা, আজমুল হুদা, শারমিন ইসলাম,সাদেকুল ইসলাম, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাবিয়া নওরিন,সালমা খাতুন,মিঠুন কুমার, আব্দুল কাউয়ুম প্রমূখ।
এসময় আন্দোলনরত শিক্ষকরা, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরকে স্বতন্ত্র করতে হবে। চার স্তর বিশিষ্ট একাডেমিক পদসোপান তৈরি করতে হবে। শূন্য পদে দ্রুত শিক্ষক নিয়োগ দিতে হবে। পদোন্নতি দ্রুত কার্যকর করতে হবে। মেয়াদোত্তীর্ণ প্রকল্প বাতিল করতে হবে। শিক্ষকদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড দিতে হবে। শিক্ষকদের পেশাগত বৈষম্য দূর করতে হবে। শিক্ষকদের প্রবেশপদ নবম গ্রেড করা হলে, শিক্ষকদের মধ্যে কাজের আগ্রহ বাড়বে এবং মেধাবীরা শিক্ষকতা পেশায় আকৃষ্ট হবে।শিক্ষকরা আারও জানান, তাদের এই যৌক্তিক দাবিগুলো দ্রুত মেনে না নিলে, তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ নবম গ্রেড করা না হলে, তারা বৃহত্তর আন্দোলনে যাবেন।
উল্লেখ্য, বর্তমানে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রবেশপদ দশম গ্রেডে রয়েছে, যা স্পষ্টত বৈষ্যম্যের সৃষ্টি করে।
কিউএনবি/অনিমা/২০ আগস্ট ২০২৫/দুপুর ১:১১