লাইফস্টাইল ডেস্ক : ১. দিনের শুরুতে আন্তরিক শুভেচ্ছা ও হাসি
সকাল শুরু করুন সঙ্গী ও পরিবারের অন্য সদস্যদের হাসিমুখে শুভেচ্ছা দিয়ে। ‘শুভ সকাল’ বলে ছোট্ট একটি আন্তরিক হাসি পুরো দিনের পরিবেশ পাল্টে দিতে পারে।
২. মনোযোগ দিয়ে শোনা
কাজের ব্যস্ততার মাঝেও প্রতিদিন অন্তত কয়েক মিনিট সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শুনুন। সমস্যা, অভিজ্ঞতা বা আনন্দ-সব কিছু শোনার সময় ফোন বা অন্য বিভ্রান্তি দূরে রাখুন।
৩. কৃতজ্ঞতা প্রকাশ
প্রতিদিন অন্তত একবার সঙ্গীর প্রতি কৃতজ্ঞতা জানান-হোক সেটা রান্না করার জন্য, কোনো সাহায্যের জন্য, বা শুধু পাশে থাকার জন্য। ‘তুমি আছো বলে ভালো লাগছে’ এই কথাটা খুব শক্তিশালী।
৪. একসঙ্গে ছোট্ট সময় কাটানো
খাবারের সময়, হাঁটার সময় বা চা/কফির আড্ডার সময় দিনে অন্তত ১০-১৫ মিনিট একসঙ্গে কাটান। এই সময়ে কোনো ঝগড়া বা নেতিবাচক আলোচনা নয়, শুধু হালকা কথা ও হাসি-মজা করবেন।
৫. দিন শেষের আগে শান্ত পরিবেশ তৈরি
রাতে ঘুমানোর আগে ঝগড়া বা বিরক্তি রেখে দিন শেষ করবেন না। দিনের শেষ মুহূর্তে সঙ্গীকে আশ্বাস, ভালোবাসার কথা বা ছোট্ট আলিঙ্গন দিন।